Shaharia Academy

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
গনিত নিয়ে আমাদের সবার মনেই কম বেশি ভয় কাজ করে। যেকোনো গানিতিক সমস্যা করতে গেলে সেটা দেখার আগেই মনের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমি মনে হয় পারব না। গনিত সম্পূর্ণ যুক্তিনির্ভর একটা বিষয়। মাথা ঠান্ডা রেখে টপিকস গুলো ভালভাবে বুঝতে পারলেই গনিত সহজবোধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ । গনিত খুব মজার একটা বিষয়।তবে গনিতের সেই স্বাদ আস্বাদন করতে হলে অবশ্যই তার গভীরে প্রবেশ করতে হবে, চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে এবং ভালভাবে বুঝার চেষ্টা চালিয়ে যেতে হবে।
আর গনিতকে তুমাদের নিকট মজাদার ও সহজবোধ্য করে তুলতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ধীরে ধীরে বিভিন্ন গানিতিক সমস্যার সকল টপিকস ও সমাধান (SSC,HSC) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যে টাইপের mcq আসে সে টাইপের উপর ভিত্তি করে ক্লাস দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

যেকোন পরামর্শ/গনিত বিষয়ক সমস্যার জন্যঃ

🟢E-mail: [email protected]
🟢Facebook:https://www.facebook.com/alshaharia.rokon.31
🟢Mobile: 01627161879