kf.tv24
ভালো কিছু করতে আমি আছি, তুমি আছো তো। চলো মানুষের কল্যাণে কাজ করি। যাতে আমি নিজে ও সমাজের মানুষ উপকৃত হয়। আমরা শুধু নিজের ভালোটাই দেখি, অন্যের হকের খেয়াল রাখি না। আমার দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয়, সেটা মনে রাখা উচিত। চলুন মানুষের কল্যাণে, মানুষের ভবিষ্যতের জন্য, একসাথে কাজ করি।
আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অসহায়, তোকে কিছু বলতে পারব না, তাদের পাশে দাঁড়াই।
আমি চাই আমরা একসাথে সমাজের ভালো কাজগুলো নিজে করি, অন্যকে করতে হচ্ছে এখন প্রদান করে। যেমন ধরুন, বৃক্ষরোপণ এটা ভালো কাজ, নিজে করি অন্যকে উৎসাহ দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দেখো কেয়ামত আসছে, তবুও একটি গাছ রোপন কর। একটি গাছ যেমন মানুষের উপকার করে, তেমনি পশুপাখিদের ও উপকার করে।
আমাদেরকে অবশ্যই, সুন্দর পৃথিবী গড়তে সবাই যদি একটু অবদান রাখি, তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর হয়। আমাদের আগামী প্রজন্ম সুন্দর একটা পৃথিবীতে বসবাস করতে পারে। আমরা শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য কাজ না করি। আমাদেরকে এই সমাজ গড়তে কাজ করতে হবে । চলুন আমরা একসাথে, আমাদের এই সমাজ পরিবর্তনে কাজ করি।