Bubble Ratio

আমরা প্রত্যেকেই কোনো না কোনো বাবলে বসবাস করি, ব্যক্তির বিচরণের মাত্রানুসারে নির্ধারিত হয় বাবলের ব্যাসার্ধ এবং পরিধি। আমরা যখন একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করি তখন আদতে দুটো বাবলের মধ্যে সংযোগ ঘটে, পারসেপশন যা এক্সচেঞ্জ হয় সেটাও আদতে এক বাবলের সাপেক্ষে অন্য বাবলের আনুপাতিক পরিমাণ, অর্থাৎ 'রেশিও' তৈরি হয়।
ঠিক তেমনি কোন একটি সুনির্দিষ্ট বিষয়ে আলাপের নিরূপণ প্রক্রিয়াকেই আমরা ডাকছি ‘বাবল রেশিও‘ !