Pahari Ponno
"পাহাড়ি পণ্য " মানুষের মাঝে পাহাড়ের খাবারের মধ্যে যে একটি স্বাদ ও মানের ভিন্নতা রয়েছে, সেটি পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।সাধারণ পাহাড়ি অঞ্চলের মাটির ভিন্নতার কারণে স্বাদ ও মানের পার্থক্য হয় সমতলের সাথে।পাহাড়ি পণ্যে আপনারা পাবেন,
পাহাড়ি ফল।
পাহাড়ি দেশী হাঁস - মুরগী।
পাহাড়ি দেশী গরু।
কাপ্তাই লেকের মাছ।
পাহাড়ি মশলা।
পাহাড়ি শুটকি।
পাহাড়ের ঔষধি কাচামাল।
পাহাড়ি মধু।
এছাড়াও আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ।