Sumon Kalyan Saha

SUMON KALYAN SAHA
........................

দীর্ঘ ৩৩ বছর ভ্রমণের ফলে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষদের, বিভিন্ন মত ও পথের ভক্তদের সঙ্গে মিলিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, জীব প্রেমই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। জীবের প্রতি করুনাই মানুষের সাধনা, তবে প্রত্যেকের বৈশিষ্ট্য জন্মগত সংস্কারের উপর দাঁড়িয়েই, প্রতিটি মানুষ বেড়ে ওঠে। শুভ সংস্কার সম্পর্কের মানুষগুলি কখনও খারাপ হয় না, আর মন্দ সংস্কার সম্পর্কের মানুষগুলি ভাল হয় না। আমি সঠিক, বিধিমাফিক , যারা চলে সেই ব্রাহ্মনদের শ্রদ্ধা করি, কিন্তুু ব্রাহ্মনদের নাম দিয়ে যারা শুদ্রের মতো আচরণ, কাজ কর্ম, বাক্য ব্যবহার যারা করে ,যারা সমাজের একটু উচু পদ মর্যাদায় রয়েছে, কোন কথা চিন্তা না করে পদে বসেই যা ইচ্ছা তাই করে তাদেরকে আমি প্রচন্ডভাবে ঘৃনা করি। এই ধরনের মানুষ যারা তারা যেন নিজেরা সঠিক না হয়ে সমাজে মাথা তোলা দিতে না পারে এজন্যই আমার এই প্রচেষ্টা।

সর্বে ভবন্তুু সুখিন, সর্বে সন্তুু নিরাময়, সর্বে ভদ্রানি পস্যন্ত মা কশ্চিত দুঃখ ভাব ভবেত।

SUMON KALYAN SAHA.
BA. BSC(honours) MSC. MATH.

Business email:
[email protected]