Darbar E Elahi দরবার এ এলাহী

গুরুমুখী শিক্ষার দ্বারা তরিকার যে শিক্ষা পদ্ধতি ছিল যা দ্বারা সুফি, সাধু, ফকিরগণ তাদের ভক্তদেরকে শিক্ষা দিয়েছেন তা এখন প্রায় বিলুপ্ত। তারা তত্ত্ব গানের সুরে সুরে ভক্তদেরকে অনেক কঠিন বিষয় সহজ করে শিক্ষা দিয়েছেন। এ সকল বিলুপ্ত মহতি তত্ত্ব পদাবলী সংরক্ষণের প্রয়াসে এই ইউটিউব চ্যানেল।

এছাড়াও হযরত মস্তান এলাহী ভূঁইয়া (র)সাহেবের দরবারে অনুষ্ঠিত সকল সাধুসঙ্গ এবং ওরসের ভিডিও।

✓বাৎসরিক অনুষ্ঠানসূচি:
#১লা জুলাই, ১৭ই আষাঢ় হযরত মস্তান এলাহি ভূঁইয়া (র) সাহেব এর তিরোধান দিবস উপলক্ষে ওরস এবং সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।

#ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ভেলা ভাসানো হয় এবং রাতব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।

#হযরত মস্তান এলাহি ভূঁইয়া (র) সাহেবের দরবারের ঠিকানা: বাগমামুদালিপারা (গোয়ালপাড়া), মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।

#বেলতলী, মতলব অবস্থিত সোলেমান শাহ (র) লেংটা বাবার মাজার প্রাঙ্গণে চরণে ঠিক সামনেই হযরত মস্তান এলাহী ভূঁইয়া (র) সাহেবের খানকা বা আস্তানা রয়েছে। হযরত সোলেমান শাহ (র)লেংটা বাবার মাজারে অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে উক্ত আস্তানা বা খানকা খোলা থাকে এবং ভক্ত, আশেকানদের সেবায় নিয়োজিত থাকে।