Core Bangla - জনগণের কন্ঠ

আমাদের সমাজ ও সংস্কৃতি কিছু স্বার্থপর, মিথ্যাবাদী, ভণ্ড ধার্মিকের কারণে কলুষিত হচ্ছে। তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, যুক্তির পরিবর্তে অন্ধবিশ্বাস চাপিয়ে দেয়। ধর্মের প্রকৃত মূল্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই; বরং স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সচেতন নাগরিক হিসেবে সত্য প্রকাশ করা আমাদের দায়িত্ব। তাই আমরা ধর্মের নামে প্রচারিত কুসংস্কার ও ভুল ধারণাগুলো যুক্তি ও বাস্তবতার আলোকে খণ্ডন করি। মানুষ যেন বিভ্রান্ত না হয়, সঠিক তথ্য পায়—এই চেষ্টাই আমরা করে যাচ্ছি। কখনো ব্যঙ্গ, কখনো হাস্যরসের মাধ্যমে সত্য তুলে ধরি, যাতে তা সহজে গ্রহণযোগ্য হয়।

আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যা যুক্তিবাদী চিন্তার অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। আমাদের উদ্দেশ্য কারও ধর্ম বা বিশ্বাসকে অপমান করা নয়, বরং মানুষকে কুসংস্কারমুক্ত ও বিজ্ঞানমনস্ক করা। সত্য কখনো কারও ক্ষতি করে না—বরং সত্যই সমাজকে এগিয়ে নিয়ে যায়।