Prekkhapot

প্রেক্ষাপট হলো একটি অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান, যেখানে আমরা তুলে ধরি সমাজের অজানা সত্য, অপরাধ জগতের গোপন অধ্যায়, রাজনৈতিক অঙ্গনের নেপথ্য কাহিনি এবং মানুষের জীবনের অনুল্লেখিত গল্প। গভীর অনুসন্ধান, প্রমাণভিত্তিক তথ্য ও নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমরা দর্শকদের কাছে পৌঁছে দিই বাস্তবতার নির্ভুল চিত্র। প্রতিটি প্রতিবেদনে থাকে সত্য উদঘাটনের প্রতিশ্রুতি এবং সাংবাদিকতার পেশাদার মান। সত্য জানতে, প্রেক্ষাপটের সাথেই থাকুন।