জলাতেতৈয়া নব চৈতন্য সংঘ
জলাতেতৈয়া নব চৈতন্য সংঘ: প্রেম, ভক্তি ও সেবার পথে
আমরা, জলাতেতৈয়া নব চৈতন্য সংঘ, শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমময় ভক্তিধর্ম এবং সনাতন ধর্মের শাশ্বত বাণী প্রচারে নিবেদিত একটি ধর্মীয় সংগঠন। আমাদের সংঘের মূল ভিত্তি হলো – সম্মিলিত আধ্যাত্মিক অনুশীলন এবং মানব কল্যাণে নিবেদিত হওয়া।
আমরা বিশ্বাস করি, প্রেম, ভক্তি এবং সেবার মাধ্যমে আত্মিক উন্নতি ও সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা সম্ভব। আমাদের লক্ষ্য হলো এই পবিত্র বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং একটি উন্নততর সমাজ গঠনে সহায়তা করা।
আমাদের লক্ষ্য ও কার্যক্রম:
ধর্ম প্রচার: শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমময় শিক্ষা এবং সনাতন ধর্মের মূলনীতি সহজভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া।
এই পেজে আপনারা আমাদের ধর্মীয় কার্যক্রম, উৎসবের আপডেট, শিক্ষামূলক পোস্ট এবং আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন।
আমাদের সাথে যুক্ত হয়ে এই মহৎ ধর্মীয় ও সেবামূলক কার্যক্রমে অংশ নিন। আপনাদের সমর্থন ও সহযোগিতা আমাদের এই যাত্রায় অপরিহার্য।
আমাদের অনুসরণ করুন এবং এই শুভ বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন!
"জয় নিতাই "