Dawah By Tanvir
আসুন! কোরআন -হাদিসের বানী ছড়িয়ে দেই , দিক থেকে দিগন্তে।
সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের ওপর ভরসা করে।
তাই আমাদের উচিত, প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর বানী পৌছিয়ে দেয়া। আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া। আল্লাহর উপর পরিপূর্ণ ভাবে সকল বিষয়ে ভরসা রাখা।
কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকারী হয় ।
তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো , সকল মানুষকে কোরানের উপদেশ দেয়া
হে নবী! প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। তোমার রবই বেশী ভালো জানেন কে তাঁর পথচ্যুত হয়ে আছে এবং সে আছে সঠিক পথে। আল্লাহ তায়ালার পথে দাওয়াত দেয়ার জন্য আল্লাহ তায়ালা আমাদেরকে আদেশ করেছেন এবং দাওয়াত দেয়ার পদ্ধতি বলে দিয়েছেন।
সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান।
কোরআন - হাদীসের বানী সর্বস্তরে ছড়িয়ে দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা।
আমি খুশী মনে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন ও মুহাম্মাদ (সাঃ)-কে রাসূল ও নবী হিসাবে মেনে নিয়েছি।
Dawah by Tanvir, বিপদ থেকে নিরাপদ থাকার দোয়া
Dawah by Tanvir হে আল্লাহ! তোমার নাম নিয়েই মরি ও বাঁচি।
Dawah by Tanvir হে আল্লাহ! আমার নাফসকে তোমার নিকট সমর্পণ করলাম।
Dawah by Tanvir আল্লাহর নাম নিয়েই আমার পার্শ্বকে বিছানায় রাখলাম।
Dawah by Tanvir সকল প্রশংসা ঐ আল্লাহর জন্য
Dawah by Tanvir হে আল্লাহ! আমাদের ও দ্বীনের দুশমনদেরকে পরাজিত কর।
Dawah by Tanvir যারা আমাদের সাথে দুশমনী করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।
Dawah by Tanvir আমাদেরকে কাফির কাওম থেকে নাজাত দাও।
Dawah by Tanvir আল্লাহ তুমি ক্ষমা কর যারা জীবিত ও মৃত উপস্থিত ও অনুপস্থিত ছোট ও বড় এবং পুরুষ ও নারী
Dawah by Tanvir আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছেন সে ভাইদেরকে ক্ষমা কর
Dawah by Tanvir হে আল্লাহ! আমাদেরকে ইলম দ্বারা সাহায্য কর
Dawah by Tanvir হে আল্লাহ জ্ঞান-বুদ্ধির আলো দ্বারা সম্মানিত কর
Dawah by Tanvir হে আল্লাহ আমার উপর মহান কুরআন দ্বারা রহম দান কর
Dawah by Tanvir হে আল্লাহ আমাকে আমার নাফসের হাতে তুলে দিও না।
Dawah by Tanvir আল্লাহ ও রাসূলের সাথে মহব্বত বৃদ্ধির দোয়া
Dawah by Tanvir হে আল্লাহ মুসলিম অবস্থায় আমাকে মৃত্যু দাও
Dawah by Tanvir হে আল্লাহ তুমি আমাদের জন্য অভিভাবক হও
Dawah by Tanvir হে আল্লাহ! আমাদের গুনাহর চেয়ে তোমার মাগফিরাত অনেক প্রশস্ত।
Dawah by Tanvir ভুলক্রমে করে ফেলি তাহলে সে জন্য আমাদেরকে পাকড়াও করো না।
Dawah by Tanvir আমরা গুনাহ করে নিজেদের উপর যুলুম করেছি আমাদের মাফ কর
Dawah by Tanvir হজরত আনাস বিন মালেকের শিখানো দোয়া। বিভিন্ন ক্ষতি থেকে বাচার দোয়া
আল্লাহর কাছে চাওয়া,পরিপূর্ণ ঈমান,সত্যিকার ইয়াক্বীন,শুকর, যিকিরে মশগুল জিহবা,সুস্থতা,সুন্দর চরিত্র
ক্বালবকে দ্বীনের উপর মজবুত রাখা, ক্বালবকে আল্লাহর আনুগত্যের উপর রাখা ও আল্লাহর নুর দিয়ে আলোকিত করা
হক্ব কে হক্ব হিসাবে দেখা,হক্বের অনুসারী হওয়ার তাওফিক কামনা করা,বাতিল বা মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখা
আল্লাহর কাছে বেশি করে চাওয়া, সন্মান চাওয়া, প্রভাব প্রতিপত্তি চাওয়া, আল্লাহর সন্তুষ্টি কামনা করা।
আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, দুশ্চিন্তা থেকে মুক্তি, সুস্থতা কামনা, দুনিয়া এবং আখিরাতের জন্য দোয়া
আল্লাহর কাছে রহমত, মাগফিরাত,নেক আমল কারার তাওফিক এবং গুনাহ থেকে বেচে থাকার তাওফিক কামনা করা।
Dawah by Tanvir আল্লাহর কাছে রহমত চাওয়া এবং সকল কাজের সুব্যবস্থা চাওয়া
আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সচ্ছলতা দারিদ্রের ফিতনার ক্ষতি ,হায়াত ও মওতের ফেতনা, অভাবের ক্ষতি থেকে