Dawah By Tanvir

আসুন! কোরআন -হাদিসের বানী ছড়িয়ে দেই , দিক থেকে দিগন্তে।
সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের ওপর ভরসা করে।
তাই আমাদের উচিত, প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর বানী পৌছিয়ে দেয়া। আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া। আল্লাহর উপর পরিপূর্ণ ভাবে সকল বিষয়ে ভরসা রাখা।
কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকারী হয় ।
তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো , সকল মানুষকে কোরানের উপদেশ দেয়া
হে নবী! প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। তোমার রবই বেশী ভালো জানেন কে তাঁর পথচ্যুত হয়ে আছে এবং সে আছে সঠিক পথে। আল্লাহ তায়ালার পথে দাওয়াত দেয়ার জন্য আল্লাহ তায়ালা আমাদেরকে আদেশ করেছেন এবং দাওয়াত দেয়ার পদ্ধতি বলে দিয়েছেন।
সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহ‌র দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান।
কোরআন - হাদীসের বানী সর্বস্তরে ছড়িয়ে দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা।