Alter E-go

তোমার আমার ভাবনার আড়ালে কতটা দুঃখবোধ লুকিয়ে থাকে কে জানে! আনন্দও তাই। আবার ওতো জানবার প্রয়োজন-ই বা কিসে? সেও ঠিক কথা। সবকিছুর ঠিকঠাক উত্তর নিশ্চয় হয় না! তবু অতোলান্তে বিছিয়ে থাকা অগুন্তি অনুভূতির বিন্যাস আর সমাবেশ খুজে খুজে স্পর্শ করে দেখা, কিংবা সামান্য গন্ধ নেবার ঘোরেই হয়তো কেটে যায় এক কবি আর কয়েকটা কবিতার জীবন। কবি যখন হেটে যান, লেখক পথ ছেড়ে দাড়ান। কি অদ্ভুত কথা, তাই না?
আমি ভাবি, লেখক জনেরা-ই বা কেন মেনে নিবেন অমন কিছু! সে প্রশ্নেরও ঠিকঠাক উত্তর পাই না খুজে। কেবল-ই ভাবনা আসে। আর আমি ভাবতে থাকি। "ও কবি, তোমার কবিতা কি দিতে পারে শোনাও দেখি!"