কুয়েত প্রবাসী (সম্রাট)

প্রবাস জীবনের বিশাল এক কষ্ট নিয়ে বেঁচে আছি। যে কষ্টটা প্রতিনিয়ত বুকের ভিতরে তুষের আগুনের মত জ্বলে বুকটা কে পুড়ে খাঁর করে দিচ্ছে। সেই কষ্টের তুষের আগুন শুধু হৃদয়টা পুড়ে,দেহটা না। কষ্টের কথা কাউকে বলতে পারিনি তাই হয়তো দিন দিন আগুনের উত্তাপ বেড়ে চলছে।