Land Survey Hacks
Land Survey Hacks চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার/আদাব। সেই সাথে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। Land Survey Hacks এর প্রধান উদ্দেশ্য হল সবাইকে ভূমি জরিপ প্রশিক্ষণ এর মাধ্যমে জমির হিসাব নিকাশ সম্পর্কে সুস্পষ্ট ধারনা প্রদান করা।
আমিন কোর্স করে ভূমির পরিমাণ, স্বত্ত এবং বন্টন ব্যবস্থার জন্যই জরিপের বিশেষ প্রয়োজন। এবং একমাত্র ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমেই এটা করা সম্ভব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশে শতকরা 95% মানুষের স্থায়ী সম্পদ হিসেবে ভূমিই একমাত্র অন্যতম সম্পদ। এই সম্পদ ভোগদখল নিয়ে সর্বত্র বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে সৃষ্টি হয় মারামারি,হানাহানি ও খুন খারাবী। এর পর শুরু হয় থানা বা আদালতে মামলা মোকদ্দমা।
অশান্তির জীবন আরম্ভ হয়, দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়। সময় ও অর্থ ব্যয় করেও বিরোধ নিষ্পত্তি হয় না। আর এই বিরোধের সৃষ্টি হয় একমাত্র ভূমি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে। ভূমি সংক্রান্ত বিরোধের হাত থেকে বাঁচতে হলে প্রয়োজন ভূমি সম্পর্কে জ্ঞান অর্জন করা।
#ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স
#property management
#land surveying
#measurement
#land surveyor training