Job Math Solution

বুঝে বুঝে সহজ উপায়ে জব ম্যাথ শিখতে সাবস্ক্রাইব করুন। সর্টকাট মুখস্ত নয়, বুঝে বুঝে নিজেই তৈরি করে নিন।

প্রিয় জব সিকার বন্ধু, আপনার যদি জব ম্যাথ নিয়ে সমস্যা থাকে তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কিভাবে প্রাকটিস শুরু করবেন? একটু ধৈর্য্য ধরে পড়ুন-

১. আপনি যদি সর্টকাট মুখস্ত না করে বুঝে বুঝে অঙ্ক শিখতে চান তবে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক বুঝিয়ে করে দেই।

২. এরপর চ্যানেলের প্লে-লিস্টে চলে যান। প্রতি অধ্যায়ের আলাদা আলদা প্লে-লিস্ট পাবেন। চাইলে প্রথম থেকে শুরু করতে পারেন। অথবা আপনার যে অধ্যায় দরকার সেই প্লেলিস্টে ক্লিক করুন। প্রতি অধ্যায়ের ভিডিও দেখার সময় বই, খাতা সাথে রাখুন ও প্রাক্টিস করুন।

৩. এভাবে প্রতিদিন ২-৩ টা টপিক করে অন্তত ১ সপ্তাহ নিয়মিত প্রাক্টিস করুন। যদি মনে হয় আপনার কাজে লাগছে তবে এভাবেই কন্টিনিউ করে যান। আশা করি ম্যাথে আপনার আর কোন সমস্যা থাকবে না।

ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।