UTTAM KATHA

একটি শিক্ষা মূলক চ্যানেল। মূলত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসরণে পাঠদানের উদ্দেশ্য নিয়ে চ্যানেল টি উন্মুক্ত করা । ছাত্র -ছাত্রীদের সামান্য তম উপকারে এলে নিজেকে ধন্য মনে করবো । সেই সঙ্গে প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে অনুরোধ তোমরা চ্যানেল টি থেকে সামান্য তম উপকৃত হলেও কমেন্ট করে জানালে খুব খুশি হবো । আর যদি কোনো বিষয় নিয়ে আলোচনার দাবি করো তবে অবশ্যই তা আগে পূরণ করতে সচেষ্ট হবো । দীর্ঘ দিন চ্যানেল টি উন্মুক্ত হলেও মাত্র কিছুদিন হল নিয়মিত ভিডিও আপলোড করছি । যদি শেয়ার করে বন্ধুদের মধ্যে এর ব্যাপ্তি ঘটাতে সাহায্য করো তাহলে আমার স্বপ্ন সার্থক হবে এই ভেবে যে যারা গৃহশিক্ষকের অভাবে হীনমন্যতায় ভোগে তাদের জন্য আমি কিছু করতে পারলাম। ধীরে ধীরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসরণ করে আলোচনার পাশাপাশি নানা চাকুরীর পরীক্ষার প্রস্তুতি মূলক নানা বিষয়ে আলোচনা করতে চাই । অবশ্যই যদি তোমাদের সমর্থন পাই । " উত্তম কথা " কোনো কথার কথা নয় , এ যতটা না আমার - ততোধিক তোমার। সবাই কে তাই স্বাগত তোমার " উত্তম কথা'য় । ধন্যবাদ।