সনাতন টিভি (Sanatan TV)

সনাতন সম্প্রদায়ের পক্ষে কথা বলা প্রথম অনলাইন গণমাধ্যম-সনাতন টিভি।

সনাতন টিভি বাংলাদেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। ২০১৬ সালের ২৪শে নভেম্বর চ্যানেলটি যাত্রা শুরু করে। বর্তমানে অধ্যক্ষ মিলন দেবনাথ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের জুনের রেঙ্কিং অনুসারে, সনাতন টিভি এর অবস্থান বাংলাদেশি সংবাদভিত্তিক ওয়েবসাইটসমূহের মধ্যে ৩১৪৭ এবং সাইটটির বৈশ্বিক অবস্থান ২২০০০।

সনাতন টিভি.লাইভ

ধরনঃ অনলাইন সংবাদ ফরম্যাটঃ ওয়েব পোর্টাল প্রকাশকঃ জুয়েল আইচ অর্ক প্রতিষ্ঠাকালঃ ২৪ শে নভেম্বর ২০১৬ ভাষাঃ বাংলা, ইংরেজি সদরদপ্তরঃ কদম মোবারক মার্কেট (৬ষ্ট তলা), মোমিন রোড, চট্টগ্রাম-৪০০০।

দাপ্তরিক ওয়েবসাইটঃ www.sanatantv.live ||

www.sanatan-tv.com || en.sanatantv.live

ইতিহাসঃ

সনাতন টিভি ২৪ শে নভেম্বর ২০১৬ সালে যাত্রা শুরু করে। এর স্লোগান হল "সনাতন সত্যের সন্ধানে আমরা।"

সনাতন টিভি স্বাধীনতার পক্ষে কথা বলার প্রয়াসে সৃস্টি। টিভি চ্যানেলটি সারা দেশে ঘটে যাওয়া সনাতন সম্প্রদায়ের উপর সকল অপরাধের বিরুদ্ধে মুখোশ উন্মোচনের জন্য সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।