al-akhira

যত মত তত পথ! মতপার্থক্য সবচে বেশি ধর্ম ও ধর্মীয় রীতি পালনে। কিন্ত ভেবে দেখেছেন কী পৃথিবীতে প্রধান যে ধর্মগুলো রয়েছে, তাঁরমধ্যে সবচে আধুনিক ও গ্রহণযোগ্য ধর্ম কোনটি? ইসলাম । সবচে সফল ও গ্রহণযোগ্য মানুষ কে? হযরত মুহাম্মাদ (সা.)। ইসলাম ও রাসুলই স্রষ্টা আল্লাহ রাব্বুল আল-আমিনের প্রশংসা, কীর্তি, উদ্দেশ্য, বাস্তবতা পরিশুদ্ধ ও নির্ভরযোগ্য উপায়ে তুলে ধরতে পেরেছেন। মানুষের জন্ম, মৃত্যুর আঁধার; পৃথিবী ও সৃষ্টির রহস্য সবই সবচে বিশুদ্ধভাবে বর্ণিত রয়েছে পবিত্র কোরআনে। মহাজাগতিক ধংস-প্রলয়ের ইঙ্গিতও রয়েছে কোরাআন শরীফে। আজকে বিজ্ঞান যা বলছে তা দেড় হাজার বছর আগে উল্লেখ করা হয়েছে পবিত্র এই মহাগ্রন্থে। কোরআন-হাদীসের আলোকে আমাদের এই প্রচেষ্টা শুধু আপনার জন্য।