বোঝেনা সে বোঝেনা 💡

আমি জিসান! জানি না কিভাবে কেয়ার প্রতি এত দুর্বল হই! প্রথমত ছোট! দ্বিতীয়ত গরীব! তার বাবা অন্য বিয়ে করে ছেড়ে গিয়েছে! এদিকে বিভিন্ন মানুষদের সাথে তার মার অন্তরঙ্গ মেলামেশা জন্য সমাজে তাদের অনেকেই খারাপ চোখে দেখে!
আমার মা পরিবার সবাই বলতো কেয়া বড় হলে ভালো হবে না!
আমি বিশ্বাস করি নি! ভেবেছি আমি সবসময় দেখে রাখবো মেয়েটা ভালো থাকবে! কিছু হবে না!
যদিও অনেকবার আমি কেয়াকে খারাপ অনেক বিষয় থেকে নিরাপদ রেখেছিলাম! নাচ- গান, টিকটিক, মডেল/নাটক, সবসময় দেখে রাখতাম যেনো বাজে ছেলে না মিশে!
আফসোস শেষে আর পারলাম না;

২০২৩ ফেব্রুয়ারি ১!
কোচিং থেকে প্রথম কেয়ার সাথে দেখা হয়। তার ভাই জুনায়েদ! তাদের সাথে একদম ভাই & বন্ধু মতো মিশতাম ঘুরতাম!

•• অন্যতম ঘুরোঘুরি ছিলো;
২০২৩ গার্ডেন, বেড়িবাথ, উত্তরা, পুকুর (কেয়া আমাকে প্রথম সাঁতার শেখায়), উত্তরা, তামান্না পার্ক, আবাসিক, রূপনগর, হাউজিং
২০২৪ ফ্যান্টাসি কিংডম, কক্সবাজার, তাদের গ্রামের বাড়ি, জিয়া উদ্যান, ধানমন্ডি লেক, হাতিরঝিল, দিয়াবাড়ি, নদীতে নৌকা!
আরও কত ঘুরা খাওয়া, কেনায় প্রায় ২ লক্ষ টাকা!

•• বিস্তারিত ইউটিউব ভিডিও দেখলেই বুঝবেন!