Ghurghure Family

🙏 নমস্কার 🙏 ঘুর ঘুরে ফ্যামিলিতে আপনাকে স্বাগত জানাই। রোজকার ব্যাস্ত জীবনযাত্রা আর কাজের ফাঁকে এক দু দিন ছুটি পেলে কোনো কারণ ছাড়াই এদিক ওদিক বেরিয়ে পরা তাও আবার সাথে নাছোড়বান্দা ফ্যামিলি - এসব মিলিয়েই এই আবোল তাবোল নামকরণ। আর জীবনে সব কিছুর মানে থাকতে হবে, নিয়ম মাফিক হতে হবে তারও তো কোনো বাধ্যবাধকতা নেই।

কোনো পেশাগত চিন্তা ভাবনা নিয়ে এই chanel তৈরী করা নয়। এটি শুধু মাত্র প্রকৃতির টান, বাইক চালানোর নেশা, আর adventure এর কিছু ক্যামেরা বন্দী মুহুর্ত সংরক্ষণ করে রাখা এবং সেগুলি খুব সহজে সবার সাথে share করাই আমাদের মূল উদ্দশ্য। তাই এই platform এ আমাদের কোনো mailestone নেই। তবে এটুকু বলবো.... যখনই বেরোবো কিছু নিয়ে ফিরবো আর আপনাদের সাথে share করবো।। ধন্যবাদ।।