Islampara Friends Club

ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। ক্লাবের স্লোগান হচ্ছে সার্থের উর্ধ্বে মানবতা। ক্লাবটি গড়ে উঠেছিল ২০১৬ সালের ৮ জুলাই। ইসলামপাড়ার কতিপয় কিছু তরুণ যুবকের মাধ্যমে। সে সময় তরুনদের খেলা দোলা একসাথে চলা থেকেই ক্লাব গঠনের সিদ্ধান্ত আসে। আল ইমরান, মেহেদী হাসান, নিশাত তপু, আমানুল্লাহ আমান ক্লাবের প্রথম উদ্যোগতা। ক্লাবের প্রথম সভাপতি ছিলেন রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নিশাত তপু। শিক্ষা, ক্রীড়া ও মানবতা এই তিনটি সেক্টর নিয়ে ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাব কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ক্লাবটি মানুষের মনে আস্থা করে নিয়েছে। ইসলামপাড়ার ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং ধর্মীয় শিক্ষার জন্য ইসলামিক মাহফিলের আয়োজন করে থাকে এই ক্লাবটি। অসুস্থ মানুষকে অর্থ এবং রক্ত দিয়েও সাহায্য করে থাকে ক্লাবটি। শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়।