বাঁশখালীর শিল্পী গোষ্ঠী

বাঁশখালীর ইসলামী শিল্পী গোষ্ঠী subscribe 5.8k
আসসালামুয়ালাইকুম।বাঁশখালীর_ইসলামী_শিল্পী_গুষ্টির গানের ধরন বেশ বৈচিত্র্যময়। এখানে হামদ, নাত, ইসলামী সংগীত, দেশের গান ও কৌতুক সহ নানা ধরনের গান গাওয়া হয়।
#হামদ হলআল্লাহর প্রশংসা গান। #নাত হল রাসূল (সাঃ) এর প্রশংসা গান। এই গানের মাধ্যমে আমরা আল্লাহ ও রাসূল (সাঃ) এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করি।
#ইসলামী_সংগীত হল ইসলামের মূল্যবোধ ও শিক্ষার উপর ভিত্তি করে রচিত গান। বাঁশখালীর ইসলামী শিল্পী গুষ্টির গাওয়া ইসলামী সংগীতগুলি অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। এই গানগুলির মাধ্যমে আমরা মানুষকে ইসলামের পথে চলতে উৎসাহিত করি।
#দেশের_গান হল দেশপ্রেমের গান। বাঁশখালীর ইসলামী
শিল্পী গুষ্টির গাওয়া দেশের গানগুলি অত্যন্ত উজ্জীবিত ও দেশপ্রেম উদ্দীপক। এই গানগুলির মাধ্যমে আমরা দেশবাসীর মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করি।
#কৌতুক,বাঁশখালীর ইসলামী শিল্পী গুষ্টির গাওয়া কৌতুকগুলি অত্যন্ত হাস্যরসাত্মক। এই গানগুলির মাধ্যমে আমরা মানুষকে হাসিখুশি রাখতে চাই। আমাদের গানগুলি বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।