learn with Seli

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ​গণিত বিষয়টাকে ঝামেলা বা সমস্যা মনে করো। কিন্তু প্রকৃত পক্ষে গনিত হচ্ছে সমস্যা সমাধান করার একটা টুল’।

আমি সেলিনা খাতুন। তোমাদের মাঝে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির সকল গনিত খুব সহজ এবং শর্ট টেকনিকের মাধ্যমে বুঝানোর চেষ্টা করবো। আমি প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত সিরিয়াল ভাবে প্রতিদিন ভিডিও আপলোড করবো। আমি মনে করি কেউ যদি আমার চ্যানেল প্রতিদিন ফলো করো, ভবিষ্যতে তুমাকে আর গনিতকে ঝামেলা মনে হবে না। পানির মত সহজ মনে হবে।

তাই তুমি যদি আমার প্রতিদিনের ভিডিও গুলো নোটিফিকেশনে পেতে চাও। চট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর টুক করে পাশে থাকা ঘণ্টাটিও বাজিয়ে দিও।

সবাইকে ধন্যবাদ