সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোঃ আবুল হোসাইন। সে তার মা ও গ্রামের নামে প্রতিষ্ঠানটির নাম উৎসর্গ করেন।এই মাদ্রাসা প্রধান উদ্দেশ্য মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া।
একদিন সবাইকে একা কবরবাসী হতে হবে।সেদিন কেউ থাকবে না—শুধু কোরআনের নূর থাকবে পাশে।
আপনার মেয়ের ভবিষ্যৎ কি নিরাপদ হাতে?
একজন মা-বাবার সবচেয়ে বড় সাদকা জারিয়া—সুশিক্ষিত, দ্বীনদার কন্যা।
আরেকটি হাদিসে এসেছে: “যে নারী সুগন্ধি ব্যবহার করে পুরুষদের মাঝে বের হয়, সে যেন ব্যভিচারিণী।”
মূল শিক্ষা- কোরআন শিক্ষা: নারী-পুরুষ উভয়ের জন্য ফরজে কিফায়া, তবে নারীদের জন্যও সমানভাবে প্রযোজ্য।
একজন মা-বাবার সবচেয়ে বড় সাদকা জারিয়া—সুশিক্ষিত, দ্বীনদার কন্যা।
আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে তার পুরো জীবন।
আপনার সন্তানের দ্বীনি শিক্ষার অগ্রযাত্রায় আপনিও হন অংশীদার!
কোরআনের পথে হাঁটতে দিন,যাতে আপনার জন্য দোয়ার দরজা কখনো বন্ধ না হয়।
।✨ আপনার মেয়ে যদি কোরআন শিখে—তার দোয়ার সওয়াব সরাসরি পৌঁছাবে সেই মায়ের কাছে,যাকে আপনি আজও ভালোবাসেন।
তাই অভিভাবক, মেয়েকে কোরআন শিক্ষা দিন—এটাই আপনার জন্য এবং আপনার স্ত্রীর জন্য চিরস্থায়ী আমল।
সন্তানের ভবিষ্যৎ বদলায় কোরআনের আলোতে
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা আধুনিক কোরআন শিক্ষার একটি নির্বর যোগ্য প্রতিষ্ঠান
. শিক্ষা ও সুরের মিলনে সানজিদা ও নিসা মনির কন্ঠে গজল।
নবীন কণ্ঠে গজল | সায়েরা খাতুন মহিলা মাদ্রাসার ছাত্রীদের পরিবেশনা"
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা ছাএীদের কন্ঠে“ “মাদ্রাসাতে দাও বাবা মা – একটি নাশিদ”
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসার ছাত্রী মোছাঃ নিসা মনির কণ্ঠে একটি আবেগঘন গজল পরিবেশনা।
30 March 2025
আসুন আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই। ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করি।
Untitled video
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা। কোরআন শিক্ষাার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। 17, 2025
2 February 2025
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসার ছাএী নাফিজার কন্ঠে গজল এবং নামাজের বিষয় নিয়ে কিছু কথা।
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা। কি ভাবে মায়ের মতো ভালবাসা দিয়ে শিক্ষা দেওয়া হয় তা তুলে ধরা হল
রমজান উপলক্ষে ১মাস বিনামূল্যে কোরআন শিক্ষা বয়স্ক মহিলাদের জন্য।
সুতারমুড়া নবজাগরণের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে ১ম পুরস্কার নিয়ে আসে এই মাদ্রাসার ছাত্রী।
ভর্তির বিজ্ঞপ্তি
উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সুতারমুড়া সায়েরা খাতুন মহিলা মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশ
9 March 2024