Baulmon (বাউলমন)

সিলেট বিভাগে জন্ম নেওয়ায়, শুরু থেকেই বাউলগানের প্রতি একটা আলাদা টান কাজ করে। এখানকার বাতাস টাই বাউলগানের, লোক গনের। আমাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। এখানকার চা বাগান আর ছোট বড় পাহাড়ের সৌন্দর্যে আকৃষ্ট হবেন যে কেউই। বিকেল হলেই চা বাগানে ঘুরতে যাওয়া বন্ধুবান্ধব দের সাথে বসে গানের আড্ডা আর ছোট্ট ভাইদের গানের প্রতি টান থেকেই জন্ম নেয় আমাদের বাউলমন পরিবার । সবাই সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেনো আরো সুন্দর সুন্দর গান নিয়ে আপনাদের সামনে আসতে পারি।