Filmiana Entertainment

জীবন বোধের কিছু গল্প। যে গল্পগুলো দশর্কদের দেখা উচিত, জানা উচিত। আমরা বিনোদন মাধ্যমে সেই গল্পগুলো তুলে ধরব। এখানে যেমন নাটক রয়েছে তেমনি সমাজের কোনো চরিত্র, ঘটনাগুলো নাটক হতে পারে, সামাজিক বার্তা দেয় এম এমন গল্প তুলে ধরব। এখানে সমসাময়িক নানা কনটেন্ট পাবেন দর্শক। যেগুলো দশর্কদের একটু হলেও ভাবাবে, তুলে ধরবে বাঙালিয়ানকে, বিনোদনের মাধ্যমে তুলে ধরা হবে দেশের সংস্কৃতির কথা। আমাদের মূল লক্ষ্য বস্তুনিষ্ঠ কনটেন্ট দর্শকদের উপহার দেওয়া।