KT's Daily Vlog

আমার পেশা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা হলেও নেশা হচ্ছে- রান্নাবান্না, পড়া, লেখা, বাগান করা ও আড্ডা দেওয়া। পূর্ণকালীন চাকরি, পড়ালেখা ও তিনটি শিশু পালনের দায়িত্ব সামলে আসলে আমার হাতে সময় বলতে গেলে থাকেই না। তাও নিতান্ত শখ পূরণের জন্যই এই চ্যানেলটা খুলেছি।

এই চ্যানেলে আমার রেসিপি ভিডিও ছাড়াও থাকবে বুক রিভিউ, নিজের লেখা/ভাবনা বিষয়ক ভিডিও, শিশুদের সুষম বিকাশ নিয়ে কিছু কথা এবং মাঝে মাঝে শিক্ষামূলক বিষয়ে বানানো ভিডিও।
প্যারেন্টিং নিয়েও আমার নিজস্ব কিছু ভাবনা চিন্তা রয়েছে।
সময় সুযোগ পেলে সে বিষয়েও ভিডিও বানানো হবে।

যাঁরা নিয়মিত/মাঝেমাঝে আমার চ্যানেল দেখছেন, তাঁদের প্রতি রইলো কৃতজ্ঞতা।