Sandwip Cricket Academy-SCA

আপনারা জানেন "সন্দ্বীপ ক্রিকেট একাডেমি" নামে আমার একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেটা আমি পরিচালনা করে থাকি। আমাদের ক্রিকেট একাডেমিটি কিছু সংখ্যক প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গঠিত। আমি আমাদের ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দেশে বেশ কিছু সফলতা ও আমাদের ঝুলিতে রয়েছে। বিভিন্ন ভালো ভালো লীগে ও টুনামেন্টে খেলছে আমাদের খেলোয়াড়রা। তাই আমরা আরো ভালো কিছু করার অনুপ্রেরণা নিয়ে পথ চলছি।আমরা প্রতিভাবান, অসহায়, অবহেলীত, সকল স্বপ্নময়ী খেলোয়াড়দের নিয়ে কাজ করতে চায়। তাদের একটি প্লাটফর্ম দাড় করাতে চায়। তাই আমি অনুরোধ করবো দেশের ক্রিকেট এর কল্যাণে এগিয়ে আসুন। কারণ, হয়তোবা এই দ্বীপ থেকেও উঠে আসতে পারে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকদের মতো প্রতিভাবান কোন একজন। আর সে ও হয়তো তুলে ধরতে পারে দেশের বুকে এই দ্বীপটির নাম। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে আপনার এলাকার প্রতিভাবান, স্বপ্নময়ী খেলোয়াড়দের আসতে সহযোগীতা করুণ। আপনাদের এখনকার একটু সহানুভূতি আমাদের চলার পথকে আরো বেশি বেগবান করবে কথা দিচ্ছি।