Probir Roy
উত্তর বাংলার গৌরব আমার জঙ্গল পাহাড় বন। 🎵🎵শিল্পী 🎶ভাস্বতী বর্মন।
🎶স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। 🎵শিল্পী। 🎵প্রবীর রায়।
🎶মন মোর রসনা তুমি কি আর জানো না। শিল্পী🎵 🎵প্রবীর রায়।
🎶কি করে বোঝাই তোমাকে আমার এ মনের বেদনা। শিল্পী l🎵🎵প্রবীর রায়।
🎶ভবেতে আসিলাম গুরুনা ভোজিলাম। শিল্পী 🎵🎵প্রবীর রায়।
🎶ও মোর নদী রে ওমোর তিস্তা। শিল্পী🎵🎵মুকুন্দ বর্মন।
🎶তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।শিল্পী। 🎵🎵প্রবীর রায়।
পার করিতে দয়াল আমার হইয়ো কান্ডারি। শিল্পী মুকুন্দ বর্মন।
তোমরা গেইলে কী আসিবেন মোর মহুত বন্ধু রে। শিল্পী সুসিলা বর্মন।
কন্যা রে ভাঙিলেন পিরিতি মোর দুঃখের দিনে। ভাওয়াইয়া গান। শিল্পী প্রবীর রায়।
কেবা পর মন কে বারে আপন।ভাওয়াইয়া গান। শিল্পি মুকুন্দ বর্মন।
যদি আর এক জনম আমি পাইগো।শিল্পি প্রবীর রায়।গান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।