বাংলা-দোষ

আমি মানুষ দেখি।
কতো স্বভাবের মানুষ চারপাশে।
সবার মনে চলছে সব বিচিত্র চিন্তা।
কোন এক মোহর টানে ছুটছে সবাই দিগ্বিদিকে।
আমি প্রকৃতি উপভোগ করিনা,
মানুষ উপভোগ করি।
আমি মানুষ দেখি, মানুষ ।