হক আলাপ

মূল্যবোধ , গণতন্ত্রের কথা , সমাজ বিকাষের আলাপচারিতা , জীবন ও জাতিয় চেতনার সামগ্রিক সমন্নয় ভাবনাকে মুক্ত আলোচনায় আলাপে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্ঠা করা। হক ন্যায় কথা-বার্তা গণতন্ত্রের জন্য কল্যাণকর ভাবনাকে বিশ্লেষণকে সামনে নিয়ে আসার প্রচেষ্ঠা চালাবে এই চ্যানেল।