NATH NEWTON

মা,আমি ভক্তি জানি না, মন্ত্র জানি নে মা,তন্ত্র জানি না, শুধু জানি, তুমি দয়াময়ী মা,তুমি কৃপা ময়ী মা,তুমি উগ্র চন্ডা,তুমি শিব দূতী,তুমি মহা সরস্বতী, তুমি মাহালষ্কী মা,তোমাকে ডাকার শক্তি দাও,তোমার রাঙা চরণে ভক্তি দাও মা,আমি অতি নরাধম, অতি নিসহায়,আমি অতি পাপচারী,আমার মত পাপচারী এই এিভুবনে আর কেহ নাই মা, কিন্তু তুমি যে আমার মা,আমার শত অপরাধ ক্ষমা করে কোলে তুলে নাও গো মা,তোমার ঐ রাঙা চরণে শ্রী পাদ্ম পদ্মে একবার স্থান দাও,মা এ জগতে কু পুএ হয় শুনেছি, কিন্তু কু মাতা কখনো হয়না মা,হে জগত মাতা আমার মত এ কু,সন্তানকে তোমার আচঁলের ছায়া প্রদান কর মা,হে দূর্গতি নাশিনী দূর্গা মা,আমাদের দূর্গতি নাশ করে কোলে তুলে নাও মা,মা তুমি কি এই অধম ভক্তের ডাক শুনতে পাওনা মা,তুমি কি পাষাণী হয়েছ মা,আমার শত অপরাধ ক্ষমা করে তোমার ঐ চরণে স্হান দাও মা,দেখা দে মা,দেখা দে মা,দেখা দে, ওঁ জয় মা,