Easahak Academy

আসসালামুয়ালাইকুম। আমি মোঃ ইছাহাক আলী। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশুনা করতেছি।এছাড়াও আধুনিক ভাষা ইনস্টিটিউট (ঢাবি)থেকে ইংলিশ স্পিকিং ও রাইটিং এর ওপর কোর্স করতেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিবেটিং ক্লাবের একটজন সক্রিয় সদস্য।
মাধ্যমিকে আমি বিজ্ঞান বিভাগ থেকে (১২৪০/১৩০০) পেয়ে এবং দেশসেরা রাজশাহী কলেজের মানবিক বিভাগ থেকে রাজশাহী বোর্ডে ১১তম হয়ে উচ্চমাধ্যিক সম্পন্ন করি।
Easahak Academy চ্যানেলটি অনলাইন জগতে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছি।
আপনাদের আগ্রহ আমাদের অনুপ্রেরণার উৎস।তাই চ্যানেলটিকে বেশি বেশিsubscribe করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।