Free Time Madrasah

আমি কেন নিয়মিত ভিডিও আপলোড করি না? — এটা আপনাদের সবার অভিযোগ!

আমি এই অভিযোগ কে সম্মান করি এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আসলে আমি পরিস্থিতি ও বাস্তবতার স্বীকার। নানা বাধা-বিপত্তি, খেদমত ও পড়াশোনার কারণে নিয়মিত ভিডিও দেওয়া কখনোই সম্ভব হয়নি।

একটি ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট লেখা, রেকর্ডিং, এডিটিং, আপলোড—সবই সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য। অনেক সময় ব্যয় বহুল। আমি ইচ্ছাকৃতভাবে চ্যানেলের মনিটাইজেশন বন্ধ রেখেছি। তাই ইউটিউব থেকে কোনো আয় হয় না, এবং সে কারণেই নিয়মিত ভিডিও দেওয়া আমার পক্ষে কঠিন। কারণ অর্থনৈতিক বিবেচনায় আমাকে অন্যকিছু করতে হচ্ছে।

বর্তমানে আমি এমন এক প্রতিষ্ঠানে আছি, যেখানে ভিডিও বানানোর মতো পরিবেশ, সময় কিংবা সুযোগ— কোনোটিই নেই। কর্তৃপক্ষের অনুমতি চাইলেও, তারা অপারগতা প্রকাশ করেছেন।

যদি ভবিষ্যতে এমন কোনো প্রতিষ্ঠানে খেদমত/জব পাই, যেখানে ভিডিও বানানোর সুযোগ পাওয়া যাবে, তাহলে ইনশাআল্লাহ আবার নিয়মিত ভিডিও আসবে।

যে কোন প্রয়োজনে:
Gmail:- [email protected]
Number:- 01600548217

আপনাদের নিয়ে স্বপ্ন অনেক দূর। আপনারা সাথে থাকলে অতি সহজেই পূরণ হবে ইনশাআল্লাহ।

#Free Time Madrasah