বাউল মিডিয়া সুর বিডি

বাংলা ভাষা ও সাহিত্যে বাউল গানের গুরুত্ব অপরিসীম। বাংলা গানের মৌলিকতায় বাউলই আমাদের একমাত্র সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এর ছন্দ ও সুরের আবহ আমাদের সব সময়ই আকৃষ্ট করে কিন্তু এর পাশাপাশি গানের ভাষা বুঝাও অত্যন্ত জরুরী। বাংলা বাউল গানের বই অ্যাপটি আপনাকে দিচ্ছে বাউল গানের লিরিক্স সহ বাউল গান। লালনের গান আমরা হরহামেশাই শুনি কিন্তু লালন গীতি বই খুব একটা পড়া হয় না, তাই অনেক ভাব কথা আমাদের অজানা থেকে যায়। বাউল গানের বই এর মত দেখতে আমার চ্যানেলটিতে সব সময় এই ধরনের ভিডিও পাবেন বাউল গান অডিও সহ পাওয়া যাবে।