Abdur Razzak Kazi
🌺🌺 "আল্লাহ সর্বশক্তিমান"🌺🌺
🌺🌺 "আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু" 🌺🌺
🌺🌺 "সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ" 🌺🌺
🌺🌺 হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’🌺🌺
(সুরা আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াত)
অর্থের বিশ্লেষণ:
হাসবুনাল্লাহু (حَسْبُنَا اللَّهُ): আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।
ওয়া নি'মাল ওয়াকিল (وَنِعْمَ الْوَكِيلُ): এবং তিনিই কত উত্তম কর্মবিধায়ক বা ব্যবস্থাপক।
নি'মাল মাওলা (نِعْمَ الْمَوْلَىٰ): তিনি কত উত্তম অভিভাবক।
ওয়া নি'মান নাসির (وَنِعْمَ النَّصِيرُ): এবং উত্তম সাহায্যকারী।
এই আয়াতটি কঠিন সময়ে আল্লাহর উপর নির্ভরতা ও বিশ্বাস প্রকাশ করার জন্য পাঠ করা হয়।