দোতারা বাজাই - Dotara Bajai

দোতারা বাংলাদের একমাত্র আদি এবং নিজস্ব যন্ত্র, যেটি সারা পৃথিবীতে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উপস্থাপন করে। আধুনিক দিনযাপনের মধ্যে এই বাদ্যযন্ত্র নিয়ে খুব একটা চর্চা হয় না। ঢাকা এবং কোলকাতার বেশ কিছু তরুণ দোতারা যন্ত্রটিকে পুনরায় জনপ্রিয় করার উদ্দেশ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহন করে। ২০১৬ সালের ১৩ ই এপ্রিল দোতারা বাজাই নামে একটি ফেসবুক গ্রুপকে কেন্দ্র করে শুরু হয় পথচলা। দোতারা কেনা, দোতারা শেখা, দোতারার বাজনা শেয়ার করা সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় আমাদের গ্রুপে।

ঢাকা এবং কোলকাতায় প্রতি বছর আমরা দোতারা শেখার কর্মশালা আয়োজন করছি। করোনা কালীন সময়ে ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে লোকসংগীত ও যন্ত্রসংগীত পরিবেশন করছে দোতারা বাজাই এর বাদক দল।

দোতারা বাজাই এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে দোতারা বাজাই সাপোর্ট টিমের ভলেন্টিয়ারদের তত্বাবধানে। আমাদের কার্যক্রমগুলো ভাল লেগে থাকলে যে কোন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

যোগাযোগঃ [email protected], ফোনঃ ০১৬১৮-৩০৫৪৬৭