দোতারা বাজাই - Dotara Bajai
দোতারা বাংলাদের একমাত্র আদি এবং নিজস্ব যন্ত্র, যেটি সারা পৃথিবীতে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উপস্থাপন করে। আধুনিক দিনযাপনের মধ্যে এই বাদ্যযন্ত্র নিয়ে খুব একটা চর্চা হয় না। ঢাকা এবং কোলকাতার বেশ কিছু তরুণ দোতারা যন্ত্রটিকে পুনরায় জনপ্রিয় করার উদ্দেশ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহন করে। ২০১৬ সালের ১৩ ই এপ্রিল দোতারা বাজাই নামে একটি ফেসবুক গ্রুপকে কেন্দ্র করে শুরু হয় পথচলা। দোতারা কেনা, দোতারা শেখা, দোতারার বাজনা শেয়ার করা সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় আমাদের গ্রুপে।
ঢাকা এবং কোলকাতায় প্রতি বছর আমরা দোতারা শেখার কর্মশালা আয়োজন করছি। করোনা কালীন সময়ে ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে লোকসংগীত ও যন্ত্রসংগীত পরিবেশন করছে দোতারা বাজাই এর বাদক দল।
দোতারা বাজাই এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে দোতারা বাজাই সাপোর্ট টিমের ভলেন্টিয়ারদের তত্বাবধানে। আমাদের কার্যক্রমগুলো ভাল লেগে থাকলে যে কোন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।
যোগাযোগঃ [email protected], ফোনঃ ০১৬১৮-৩০৫৪৬৭
দোতারার সুরে - আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাটা, দোতারা বাজাই।
দোতারার সুর - তিন পাগলে হলো মেলা নদে এসে, লালনগীতি। দোতারা বাজাই।
দোতারার গান - সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালনগীতি। দোতারা বাজাই।
দোতারার সুর - আমার ঘরখানায় কে বিরাজ করে। দোতারা বাজাই।
দোতারার সুর - তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, সাদা সাদা কালা কালা । দোতারা বাজাই।
দোতারার গান - বকুল ফুল বকুল ফুল, জলের গান। দোতারা বাজাই।
দোতারার সুর - সব সখিরে পার করিতে নেব আনা আনা, দোতারা বাজাই।
দোতারার গান - তোমারে পুষিলাম কত আদরে, দোতারা বাজাই
ইউকুলেলের সুরে - একখান পান চাইলাম পান দিলে না, দোতারা বাজাই।
দোতারার গান - যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, ফকির লালন শাহ। দোতারা বাজাই।
দোতারার সুর - নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ফজলুর রহমান বাবু, দোতারা বাজাই।
দোতারার গান - দিল না দিল না নিল মন দিল না, শাহ আলম সরকার। দোতারা বাজাই।
দোতারার গান - করি মানা কাম ছাড়েনা, প্রেম রসিকা হব কেমনে, ফকির লালন শাহ। দোতারা বাজাই।
দোতারার সুর - আগে কি সুন্দর দিন কাটাইতাম, শাহ আব্দুল করিম। দোতারা বাজাই।
দোতারার সুর - আমার হার কালা করলাম রে , আব্বাস উদ্দিন, জসীম উদ্দীন। দোতারা বাজাই।
দোতারার সুর - সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, আরিফ বাউল, দোতারা বাজাই।
দোতারার গান - আগে কি সুন্দর দিন কাটাইতাম, শাহ আব্দুল করিম। দোতারা বাজাই।
দোতারার গান - মন দিয়া তোর মন পাইলাম না, বসন্তবরণ উৎসব ১৪২৮, অর্জুনা, ভুঞাপুর, টাংগাইল।
দোতারার সুর - যে জন প্রেমের ভাব জানে না, দোতারা বাজাই।
দোতারার সুর - ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে, দোতারা আড্ডা, দোতারা বাজাই।
দোতারার সুর - মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে Milon Hobe Koto Dine (Moner Manush)
ভার্চুয়াল দোতারা আড্ডা, ঘটনাচিত্র (নিউইয়র্ক) এর আমন্ত্রনে, অংশগ্রহনে - দোতারা বাজাই
দোতারা আড্ডা - গাইলে মাতালের গান গাইয়ো কোকিলারে, অক্টোবর ২০২১, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
দোতারা বাজাই লাইভ আড্ডা পর্ব ০১, শিল্পী দীপেন ভট্টাচার্য (কোলকাতা)
দোতারার গান - তোমার লাগি হাসন রাজায় বাউলা, দোতারা বাজাই।
দোতারা আড্ডা - মধু খই খই বিষ খাওয়াইলা, ফজলে রাব্বি পার্ক, গুলশান, ঢাকা, দোতারা বাজাই।
দোতারার গান - নয়া দামান Noya Daman (Dotara Cover), রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
দোতারার সুর - ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। দোতারা বাজাই
দোতারার গান - পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, দোতারা বাজাই।
দোতারার গান - বৈরাগী মন একতারাতে রাধা কৃষ্ণ গায়, দোতারা বাজাই