Rumi's World in Motion

হ্যালো দর্শক বন্ধুরা,

প্রথমেই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম “Rumi’s World in Motion” তার মানে আমি এখানে আমার ট্যুর, লাইফস্টাইল, বন্ধুদের সাথে আড্ডা, কখনো কখনো কুকিং ভিডিও, কখনো একটু বেড়িয়ে পড়া বন্ধুদের নিয়ে, এসবই আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে তুলে ধরব। অনেকদিন ধরেই আত্মীয় স্বজনরা বার বার জানতে চাচ্ছিল। তাই ভাবলাম এই চ্যানেলের মাধ্যমেই সবার সাথে কানেক্টেড থাকি। নিউজিল্যান্ডের পরিবেশ, কাজ, খাবার-দাবার এসব কিছু নিয়েও তোমরা জানতে পারবে এখানে।

যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার যে কোনো ভিডিওর কমেন্ট সেক্শনে গিয়ে মতামত দিতে পারো, আমি সময় পেলে অবশ্যই সেটার উত্তর দেবার চেষ্টা করব।

অনেক ধন্যবাদ। ভাল থেকো সবাই |

#BangladeshiVloggerinNewZealand #BangladeshiVlogsinNewZealand