Karma Chakra

ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়! কর্ম চক্র-এ আপনাকে স্বাগতম:

তোমার অধিকার আছে শুধুমাত্র কর্মে, কখনোই ফলের উপর নয়। তুমি যেন কখনো কর্মফলের কারণ হয়ে ওঠো না এবং কর্ম না করাতেও যেন তোমার আসক্তি না হয়।

এই চ্যানেলে আপনি পাবেন:

ব্রত কথা: উপবাস ও ব্রতের মাহাত্ম্য।
কর্ম কথা: শাস্ত্রীয় কর্মনীতি ও উদাহরণ।
ধর্ম কথা: ভাগবত, গীতা ও পুরাণের আলোকে।
বাণী কথা: ভগবান শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবদেবীর অনুপ্রেরণাদায়ক বাণী।