Md. Eakub

শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক একটি অনাবিল ও অনির্বচনীয় আনন্দঘন উপলব্ধির বিষয়। পারিবারিক বন্ধনের বাইরে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে। সু শিক্ষকের জীবন থেকে একজন শিক্ষার্থী কিংবা শিক্ষার্থী র জীবন থেকে একজন সুশিক্ষক কখনো হারিয়ে যায় না। এ সম্পর্ক অবিচ্ছেদ্য, অনিশেষ ও অবিনশ্বর।

সময় ও সমাজের চাহিদার পরিবর্তনশীল বাস্তবতায় বর্তমানে পাঠদানের বিষয়টি শ্রেণিকক্ষ ছাড়িয়ে ভার্চুয়াল মাধ্যমে বিস্তৃতি লাভ করেছে।
বিশেষত, করোনাপীড়িত, কিছুটা থমকে যাওয়া সময়ে অনলাইনে পাঠদান আরও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে আমার ক্ষুদ্র উদ্দ্যোগ ‘পড়ার টেবিল’।
এতে শিক্ষার্থীসহ অনুসন্ধিৎসুজন কিছুমাত্র উপকৃত হলে আমার এ প্রয়াস সফল হবে।