দয়াল নবীজির উম্মত

আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয় ।

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। Welcome to our Channel dayalnabijirummat
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আমাদের প্রতিটি কাজ যেন, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য হয়। মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন। দ্বীনের কাজ আখেরি নবীর উম্মত তথা উম্মতে মুহাম্মদীকেই করে যেতে হবে। তাই ইসলামের জীবন ব্যবস্থা, সৌন্দর্য ও কল্যাণের বিষয়গুলো মানুষের নিকট পৌঁছে দেওয়ায় উদ্দেশ্য। হাদিস শরিফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।' (জামে তিরমিযি)। দয়াল নবিজীর উম্মত সেই দাওয়াতের একটি ক্ষুদ্র অনলাইন মাধ্যম মাত্র। এই ছোট্ট চ্যানেলটির ভিডিও গুলো ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অনুরোধ রইলো। ধন্যবাদ।