Baul mala

প্রান সখী গো সতী নারীর পতী বীনে কিসের বড়াই এই ভূবনে|নিউ_তিসা

দুই পাগলী অসাধারন মুসকিলকুসা গান করল

আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না|| মিলন সাথী

ভরা গাঙ্গের নদীর স্রোতে রঙ্গিন পাল উড়াইয়া ওমাঝি কোন দেশে যাও বাইয়া||তিসা আক্তার

যে আগুনে পুড়ছি গো তুমরা কি তা জানো গো বন্ধুয়ার প্রেমে পুড়া আমি এজনা||DJ সুমাইয়া

উড়াল দিয়া যারে পাখি ধইড়া কই তোর দুই চরন|| মনি দেওয়ান

যদি চলে যাবে যাও আবার ফিরে আসিও,,ভুলিয়া না যাইও স্মৃতি মনে রাখিও|| বাউল রুমা পাগলী

আজরাইল পিছনে খারা ভাবলি না একবার মাটির মানুষে....তিসা_সরকার।

প্রেমের দায়ে ছাড়লাম আপন ঘর প্রানো বন্ধুরে _বিথী দেওয়ান।

তুই কেনো বুঝিস নারে আমি তোরে কত ভালবাসি_ সোহাগী সরকার

গামছানিলো চিকন কালায় কলসি নেয় স্রোতে_সান্তা মনি

নিশি রাতে কার বাঁশি বাজে বাশি বাজায় আমার দয়াল চান্দে কি যে মধুর লাগে_স্মৃতি আগুন

কান্দাইয়া মাইর নারে বন্ধু সবই তুমার জানা_তাউস দেওয়ান।

তোরা বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি ঢাল তোরা_সনিয়া সরকার।

আমার মাটিও ঘরে এক সোহাগি ময়না কথা কয় ময়না তারে দেখাতো যায় না_সান্তা মনি

মুন্নি_সরকার|Tumi Bondhu Kala Pakhi Ami Jeno Ki (তুমি বন্ধু কালা পাখি সাদা সাদা কালা কালা)

আইন্ধার ঘরের মানুষ আমি আইন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্ধা।মুক্তা_দেওয়ান

মুর্শিদ আমি তুমার প্রেম ভিখারী সধায় ঘুরি বনে বনে মুর্শিদের সনে_শেফালী সরকার।

দয়াল বাইন্দা রাখো,বাইন্দা রাখো ছাইড়া যাইও না আমি তুমার প্রেমের পাগল নইরাস কইরো না, অন্তরা সরকার।

না না কদম তলায় আমি যাবো না কদম তলায় বংশি ওয়ালা গো_ইতি সরকার

খাঁজা বাবার প্রেমে আমি হইয়া গেছি দিওয়ালা,,বাউলা মনি

নতুন জারি ২০২২|কান্দে জয়নাল আবেদিনে কারবালা'র ময়দানে আমায় কেন নাহি নিলায় সঙ্গেতে করিয়ারে।

বাশিওয়ালা+ইতিশার মুর্শিদি গান আফতাব উদ্দিন শাহ্-এর ওরস মোবারক।

আমার দয়াল চাঁন বিহনে গো বাচে না জিবন_সুমি আক্তার।

যত বেশি মনে করি ততই আখি ঝড়ে রাত আসিলে বন্ধুর কথা বেশি মনে পড়ে_বিউটি পরদেশী।

DJ প্রিয়াঙ্কা_দিয়া জাতি কুল মান জিবন আর যৌবন আর কিছু নাই আমার কাছে_

জ্বালা দিলিরে বুকের ভেতর জ্বালা পুড়ার ভাউ লাগাইলিরে,, কলিজাতে দাগ দাগাইয়া নিন্দার মালা...

কার প্রেমে মজিয়া রইলারে বন্ধু কার বুকে ঘুমাইলারে বন্ধু_সুমি আক্তার।

প্রাম বাংলার বয়াতিদের কন্ঠ আসলেই অসাধারন_আব্দুল হাই

মন দিলাম প্রানওরে দিলাম আর কি দিব বল না আমার মনে...ভাইরাল শিল্পী লাবনী সরকার।