English Journey with Kazi Galib Hussain
এই চ্যানেলটি ইংরেজি ভাষায় দক্ষতা (লেখা এবং বলা) বৃদ্ধির উদ্দেশ্যে খোলা হয়েছে। বাংলাদেশে একাডেমিক ও পেশাগত উভয় ক্ষেত্রেই ইংরেজি ভাষায় দুর্বলতা একটি সাধারণ বিষয়। সম্ভবত এর কারণ আমাদের ইংরেজি শেখার পদ্ধতি। আমরা সাধারণত Grammar এবং বাংলায় অনুবাদের ওপর অতিরিক্ত জোর দিই, অথচ স্বতঃস্ফূর্ত শেখার ধারা অনুসরণ করি না। ফলে, আমরা Grammar শিখি ঠিকই, কিন্তু ভাষাটা শিখি না। Grammar অবশ্যই প্রয়োজন, তবে সেটি ভাষা শেখাকে সহায়তা করার জন্যই হওয়া উচিত।
এই বিষয়টি বিবেচনায় রেখে আমি যে পদ্ধতি অনুসরণ করেছি, সেটি মূলত ভাষার ওপরই জোর দেবে। অনুচ্ছেদ (Paragraph) আকারে উপস্থাপিত হবে, যার সঙ্গে থাকবে থিম-ভিত্তিক অনুবাদ এবং সংক্ষিপ্ত , কিন্তু, সংশ্লিষ্ট এবং প্রয়োজনীয় Grammar সংক্রান্ত ব্যাখ্যা (মূলত Tense, Person ও Verb সম্পর্কিত)। এর ফলে শিক্ষার্থীরা Grammar নিয়ে ঝামেলায় না পড়ে ভাষাটি সহজে আয়ত্ত করতে পারবেন।
এই পদ্ধতিতে ধাপে ধাপে (প্রাথমিক থেকে ক্রমান্বয়ে উন্নত স্তরে) অগ্রসর হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এতে দর্শক বা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন সহজ হবে।