এসেছে সত্য

আস-সালামু আলাইকুম- ٱلسَّلَامُ عَلَيْكُمْ

#এসেছে_সত্য
এসেছে সত্য

#শিরক
মহান আল্লহ বলেন-
"নিশ্চয় যে আল্লাহর সাথে শিরক করে, তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন" (সূরা আল-মায়েদা, ৫/৭২)

রসুলল্লাহ (ﷺ) বলেছেন, "আমার কথা প্রচার করো, তা যদি এক আয়াতও হয়।... কিন্তু কেউ যদি ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম" (দেখুনঃ সহীহ বুখারী, হা/৩৪৬১)

#বিদআত
রসুলল্লাহ (ﷺ) বলেছেন-
"তোমরা দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা থেকে বিরত থাকো, নিশ্চয়ই দ্বীনের মধ্যে প্রত্যেক নতুন সৃষ্টিই বিদআত আর প্রত্যেক বিদআতই গোমরাহী এবং প্রত্যেক গোমরাহীর পরিণাম জাহান্নাম" (আবু দাউদ, হা/৪৬০৭; নাসাঈ, হা/১৫৬০)

রসুলল্লাহ (ﷺ) বলেন-
"যে ব্যক্তি এমন আমল করলো যার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত" (মুসলিম, হা/১৭১৮)

শিরক এবং বিদ'আত মুক্ত, কুর'আন এবং সহীহ হাদিস ভিত্তিক ইসলামের দাওয়াত দেওয়াই আমাদের উদ্দেশ্য।

দাওয়াতি কাজে সাহায্য করতে আমাদের সাইট গুলোর সাথে যুক্ত হউন এবং অন্যকে যুক্ত করুন।

জাযাকাল্লাহু খাইরান- ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ ❤