BM Knowledge Aspiration

BM Knowledge Aspiration Channel এ তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলটিতে WBCHSE-HS Class- 11,12 এর শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, দর্শন প্রভৃতি বিষয়ে প্রতিবছরের সাজেশন, নোট, ক্লাস ইত্যাদি প্রদান করা হয়ে থাকে। এছাড়া BA, MA, BEd, টেট, NET, SET প্রভৃতি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের নোট সাজেশন ও ক্লাস করানো হয়। ছোটো ও বড়ো দের সাধারণ জ্ঞান বিষয়ে আলোচনা এবং বিভিন্ন শিক্ষা সস্পর্কিত সমস্যার সমাধানের টিপস দেওয়া হয়।