HONDED

আমি সম্রাট! পুরোনাম "মোঃ খালেকুজ্জামান খান সম্রাট "। ছোটবেলায় আমাকে কেউ নাম জিজ্ঞেস করলে আমি সম্রাট বলতে না পেরে হন্ডেড (honded) বলতাম। এই নামটায় এখনো অনেকেই আমাকে ডাকেন। তাই চ্যানেলটার নামও হন্ডেড রাখলাম।

আমার এই ছোট্ট চ্যানেলটি একটি দেশিও ট্রাভেল ভিত্তিক চ্যানেল। নিয়মিত দেশের বিভিন্ন যায়গায় ঘুরে এসে নিজের ভ্রমন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি। মাঝে মাঝে ভ্রমন গাইড দিয়ে থাকি। এতে আমি মনে করি আপনারা ভ্রমণের প্রতি নেশাগ্রস্থ হয়ে যাচ্ছেন দিনের পর দিন। এটা ভালো, খুব ভালো। আমাদের জীবনের আর দশটা প্রয়োজনের পাশাপাশি ভ্রমণও একটি প্রয়োজনীয় বিষয় , এই কথাটা সব সময় মরে রাখবেন।

আচ্ছা, অন্য কথায় আসি, ২০১৬ সাল থেকে আমি নিয়মিত ট্রাভেল করি, কিন্তু অনেক জায়গার ভিডিও প্রোপারলি করা হয় নাই। তাই ভাবলাম দেশটা ঘুরে দেখবো সাথে আপনাদের জন্য ভিডিও করবো। আগে দেশটা সম্পূর্ণ করে অন্য দেশ গুলো দেখানোর চেষ্টা করবো। মূলত এই চ্যানেলটির যাত্রা শুরু ২০২২ সালের নভেম্বর থেকে, আপনাদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি, ভালো লাগছে ট্র্যাভেল করতে, ধন্যবাদ !!