Vromon Songi

"হ্যালো বন্ধুরা! আমি দেবাশীষ। জন্ম বাংলাদেশে, পড়াশোনা করেছি কলকাতা, মুম্বাই, চেন্নাই আর জয়পুরে। এখন থাকছি ক্যালিফোর্নিয়ায়, পেশায় একজন টেক প্রফেশনাল। কিন্তু হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে ঘুরি প্রকৃতি আর ভ্রমণের টানে। এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যুক্তরাষ্ট্রের নানান ন্যাশনাল পার্কের সৌন্দর্য আর গল্প—যোসেমাইটির এল ক্যাপিটান আর হাফডোম, গ্র্যান্ড ক্যানিয়নের গিরিখাত, জায়নের সরু ক্যানিয়ন পথ, ব্রাইস ক্যানিয়নের লাল পাথরের মূর্তি, ডেথ ভ্যালির শূন্যতা, আর ইয়েলোস্টোনের ওল্ড ফেইথফুল গিজার আর গ্র্যান্ড প্রিজমাটিক স্প্রিংয়ের রঙিন জাদু। চলুন, সাবস্ক্রাইব করুন আর প্রকৃতির ডাক শোনার অভিযাত্রায় আমার সঙ্গে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ!"