JAYANTA BARMAN

ছন্দের সুরে, তালে, রসে নীল দিগন্তে উদ্ভাসিত হোক গ্রামীণ জনজীবন, আমাদের প্রতিজ্ঞা আমরা মানুষ। বিভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক। হে প্রভু মানব জাতিকে সুবুদ্ধি দাও যাতে সে মানুষ হতে পারে।কবিতার ছন্দ, তাল,সুরের মতো নিজের জীবন কে মেলে ধরতে পারে।