Healthy Family সুখি পরিবার

আমার অন্তত আজ তাই মনে হচ্ছে যে স্বাস্থ্যই সকল সুখের মুল। আমি গতকাল থেকে ভিষন অসুস্থ তাই হয়ত এমন মনে হচ্ছে। সুস্থ থাকলে হয়ত উত্তর অন্য রকম ও হতে পারত।

তবে এই মহুর্তে আমার অনুভুতি গুল নিয়ে আলোচনা করব তাহলে আসা করি আপনি আপনার উত্তর পাবেন। আগে যারা উত্তর দিয়েছেন তারাও খুব ভাল লিখেছেন। তবে যেহেতু এই মহুর্ত অসুস্থ তাই মনে হয় বেপারটা একটু আলাদা হবে।

আমি মানুষিক ভাবে ইদানিং খুব খুসি। কারন ঈদে বাড়ি যাইনি আগামি কাল মানে শুক্রবার বাসায় যাচ্ছি। বাট গত রাত আমার প্রচুর জ্বর উঠে এবং সারা শরিল বেথ্যা। তখন যে আমার কাছে সামনের সব দিন গুল অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল আমি মৃত্যুর খুব কাছা কাছি আছি। আমি ভেবে পাচ্ছিলাম না আজ সকালে অফিস করব কিভাবে৷ কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আমি যে আমার নিকটবর্তি মৃত্য দেবতার নিশ্বাসের আওয়াজ সুনছিলাম। আমার কাছে সব কিছুই অর্থহিন। সকল কিছুর বিনিময়ে সুধু চাচ্ছিলাম একটু শান্তি।

রাত ৪ টার দিক আধ আধ ঘুম। কোমরে খুব ব্যথা তাই সপ্নে দেখছি আমি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছি তারা আমায় বন্দি করেছে আমি খালি চাচ্ছিলাম তারা আমার কোমরে গুলি করে দিক। তবু এ ব্যথা সয্য হচ্ছিল...