Azad Hind Front Official

⭐'আজাদ হিন্দ ফ্রন্ট'🚩নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আদর্শায়িত একটি বৈপ্লবিক রাজনৈতিক সংগঠন।

বর্তমানের দুর্নীতিগ্রস্ত আবিলতাময় সমাজব্যবস্থার সম্পূর্ণ বৈপ্লবিক রূপান্তরের সংকল্প আমরা গ্রহণ করেছি। তার কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় মেহনতী শ্রমজীবী মানুষ নিরন্তর শোষিত হচ্ছে, সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের 'আজাদ হিন্দ' তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটি সার্থক সাম্যবাদী সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে উঠবে। 'আজাদ হিন্দ ফ্রন্ট'-এর লক্ষ্য সেই গৌরবোজ্জ্বল পরিণতিকে সাধন করা এবং ভারতবর্ষকে🇮🇳 আবারো পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করা।

⭐আপনি যদি আমাদের দাবির সঙ্গে একমত হন এবং এই পরিবর্তনের অংশ হতে চান‌ ,তাহলে আমাদের সঙ্গে যুক্ত হোন।(নিচের LINK-এ CLICKকরে)
আমাদের চ্যানেলটি SHARE এবং SUBSCRIBE করুন।😄🙏❤️

জয় হিন্দ।🇮🇳❤️
বন্দেমাতারাম।✊❤️
জয়তু নেতাজি।🙏❤️