SUFIYAN STUDIO

"মনের মানুষ"-এর সন্ধানে একতারা হাতে ঘর ছেড়েছিল যে বাউলের দল, তাদেরই দর্শন আর সুরের প্রতিচ্ছবি আমাদের এই চ্যানেল। এখানে ভেসে বেড়ায় শাহ আব্দুল করিমের মাটির সুর আর ক্বারী আমির উদ্দিনের দরদী কণ্ঠের মায়া।
আমরা বিশ্বাস করি, বাংলার লোকগান শুধু বিনোদন নয়, এটি আত্মার খোরাক। আমাদের লক্ষ্য, এই প্রজন্মের কাছে বাংলার শেকড়ের সেই অমিয় সুর পৌঁছে দেওয়া। আসুন, এই সুরের ভেলায় ভেসে যাই আর নিজের ভেতরের আমি'কে নতুন করে আবিষ্কার করি।
আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মাটির টানে আমাদের সাথেই থাকুন।

🎻Singer🎻Sufiyan🎻Ahmed🎻

বাউল গান, Baul Gaan, Lalon Geeti, লালন গীতি, Shah Abdul Karim, শাহ আব্দুল করিম, Folk Song Bangladesh, বাংলা লোকগীতি, Maটির Gaan, Moner Manush, Ektarar Sur, বাউলিয়ানা, আধ্যাত্মিক গান, Bengali Folk Music, Praner Gaan